আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মাটি দিয়ে তৈরি মৃৎশিল্প বিলুপ্তির পথে। যুগ যুগ ধরে মানুষ নিত্য প্রয়োজনীয় দ্রব্য হিসেবে মাটির হাড়ি, পাতিল, কলস, থালা, বাসন, বাটি নিত্যদিনের কর্মকাণ্ডে ব্যবহার করে থাকতেন প্রতিটি বাড়ির গৃহিণীরা।
এসব মাটির হাড়ি পাতিলে রান্না করতেন, মাটির কলস পানির কাজে ব্যবহার।বাসনে নিজেরা নিত্যদিনের খাবার খেতেন।
অতিথিরা আসলে তাদেরকেও এসব মাটি মাটির বাসনে খাবার পরিবেশন করা হতো।
আর এসব দ্রব্য মাটি দিয়ে তৈরি যারা তৈরি করতেনতাদেরকে বলা হয় কুমাড়।
আধুনিক যুগে তা হারিয়ে গেলও কিছু কিছু এলাকায় এখন ও এইসব দ্রব্য তৈরি হচ্ছে।
ঢাকা জেলার দোহার জয়পাড়া খাড়াকান্দি এলাকার কুমার বাড়ির রিতা দেবী,জয় পাড়া কলেজ গেট সংলগ্ন পল্লী ভবনের সম্মুখীন,মাটি তৈয়ারী,হাড়ি পাতিল কলস থালা-বাসন,মাটির ব্যাংক,নিয়ে সকাল হতে দুপুর পর্যন্ত অপেক্ষা করছিলেন তাদের তৈরি কৃত হাড়ি পাতিল বিক্রির জন্য।
তিনি এ প্রতিনিধিকে জানান, সকাল থেকে দুপুর গড়িয়ে গেলও এখনো পর্যন্ত একটি দ্রব্য বিক্রি হয়নি।
তিনি জানান,এইচ এস সি পরীক্ষা শুরু হওয়ার কারণে পরীক্ষা কেন্দ্রের কাছাকাছি তিনি মাটির তৈরি কৃত দ্রব্য নিয়ে বসেছিলেন অনেক আশা নিয়ে।এখানে অনেক অভিভাবক আসলেও কেউ মাটি দ্রব্য কিনছেন না।
তিনি হতাশা প্রকাশ করে বলেন, এই কারণেই কুমাড়রা মাটির তৈরি কৃত শিল্প কেউ বানাচ্ছেন না।কুমাড়া তাদের জীবন জীবিকার তাগিদে নিজ পেশা ছেড়ে অন্য পেশা বেছে নিয়েছেন।তাই আজ মৃৎশিল্প বিলুপ্তির পথে।