আব্দুল মান্নান সিদ্দিকীঃ
৫ জুলাই দিবাগত রাত হতেমুন্সীগঞ্জে আষাঢ়ের বৃষ্টি কখনো মুষলধারে,কখনো হালকা গুড়ি গুড়ি,এরফাঁকেআবার হালকা রোদ এযেন রোদ-বৃষ্টির লুকোচুরি খেলা। এতে পবিত্র ঈদুল আযহার অস্থায়ী হাটের ইজারাদার,পশুর খামারী মালিক ও বিক্রেতাদের চোখে-মুখে চিন্তার ভাঁজ পরিলক্ষিত হচ্ছে ইজারাদাগণ লাখ লাখ টাকা ব্যয় করে ডাক এনেছেন, প্রচুর টাকা খরচ করে অস্থায়ী হাটের সাজসজ্জা ওহাটের প্রচারনা করেছেন। পবিত্র ঈদুল আযহার বাকি আর মাত্র ৪ দিন। এসময় পশুরহাট জমজমাট হবে বলে আশাবাদী ছিলেন তারা কিন্তু হাটে সল্প সংখ্যা ক্রেতা, পশু খামারিরাশ্রম ও অর্থ খরচ করে সারা বছর তাদের পশু লালন পালনকরেছেন।কোরবানি হাটেতাদের পশু বিক্রয় করে লাভের মুখ দেখবেন বলে।বৈরী আবহাওয়ায় তারা হতাশ, আবহাওয়া অনুকূলে না থাকলেকোরবানি পশুর মালিক ও ইজারাদাররাআর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেনবলেআশঙ্কা প্রকাশ করছেন।