আব্দুল মান্নান সিদ্দিকীঃ
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে।এ উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করেছে শ্রীনগর উপজেলা প্রশাসন।
“শেখ রাসেল নির্মলতার প্রতিক,দুরুন্ত প্রাণবন্ত নির্ভীক”এই প্রতিপাদ্যে নিয়ে ১৮অক্টোবর সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন,উপজেলা আঃলীগ সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোঃ ইকবাল হোসেন মাস্টার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু ত্বোহা আদনান শাকিল,উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রাণী,সিনিয়র মৎস কর্মকর্তা সমীর কুমার বসাক,শ্রীনগর থানা ওসি তদন্ত কামরুজ্জামান,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ উপজেলা ইউপি সদস্যবৃন্দ।