সাকলাইন সাদমানঃ
মিরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ঝর্ণা রোডে ঢোকার মুখে জনৈক মান্নানের চা এর দোকানের সামনে রাস্তার উপর থেকে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ সালমান (২৪) কে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। সে খৈয়াছড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম খৈয়াছড়া গ্রামের ইসমাইলের পুত্র।