নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য, ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক দুই বারের সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিক্রম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির উদ্যোগে উপজেলার ছেংগারচর পৌরসভায় ২৩ জুন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার ছেংগারচর বাজার থানা রোড সংলঘ্ন যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলার ছেংগারচর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন ছেংগারচর পৌর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আঃ সাত্তার, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তÍুতি কমিটির সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম প্রধান,ছেংগারচর পৌর কৃষকলীগের সভাপতি আঃ কাদের প্রধান, ছেংগারচর পৌরসভার সাবেক কাউন্সিলর আ’লীগ নেতা মোঃ খোকন প্রধান, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মোঃ মনির হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ তোফায়েল সরকার, পৌর যুবলীগ নেতা মোঃ হাসান প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ বোরহান চৌধুরী, কাউন্সিলর মোঃ আহসান হাবীব, রুহুল কুদ্দুস,পৌর আ’লীগের যুগ্ম-সম্পাদক চাঁন মিয়া বেপারী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোসলেম দেওয়ান, আ’লীগ নেতা জাহাঙ্গীর ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ঢালী, আঃ কাদির প্রধান,পৌর আ’লীগ নেতা চাঁন মিয়া সরকার,দিদার মোল্লা, নূরে আলম ঢালী, পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইয়াছিন খান, পৌর যুবলীগ নেতা মোঃ মিলন খান,বাদল ঢালী, রেজাউল করিম ডেঙ্গু, ৩নং ওয়ার্ড আ’লীগ নেতা শফিকুল ইসলাম, যুবলীগ নেতা মোঃ সোহেল রানা,মোঃ বিল্লাল হোসেন মিঝি, ইসমাইল হোসেন, আবুল বাশার, মোঃ মানিক বেপারী, মোঃ মঞ্জুর ঢালী,কাউছার, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জনি সরকার, মোঃ আল-আমিন,পৌর ছাত্রলীগ নেতা আরমান কাজী, শ্রমিকলীগ নেতা কবির সরকার, আমিন মিয়াজী, রাজিব, মোহাম্মদ আলী,ছাত্রলীগ নেতা শান্ত বকাউল শাকিল বকাউল, সহ ছেংগারচর পৌর আ’লীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক,যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা এসময় পস্থিত ছিলেন। এরপর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
এসময় বিভিন্ন বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। যা গণমানুষের দুঃখ দুর্দশা বুজে। দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন করছে। এই আওয়ামী লীগ যুগে যুগে বেঁচে থাকবে মানুষের আস্থার প্রতীক হয়ে। তাই আসুন ষড়যন্ত্র না করে মতলবের মাটি ও মানুষের নেতা আধুনিক মতলবের রুপকার বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলির অন্যতম সদস্য ঢাকা মহানগর ১৪ দলের সমন্বয়ক দুই বারের সাবেক সফল মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিক্রম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির নেতৃত্বে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করে উন্নয়ন আরো প্রসারিত করি।