স্টাফ রিপোর্টার :
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে তথ্য আপা পরিবারের পক্ষ থেকে দোয়া অনুষ্ঠিত হয়।
৮ আগস্ট( সোমবার) উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধানম, উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার, ইন্সপেক্টর (তদন্ত) হারুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন তথ্য সেবা কর্মকর্তা মোছাঃ তাসলিমা খাতুন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনিন আক্তার, উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগ নেতা দেওয়ান মোঃ রেজাউল করিম, পারভেজ চৌধুরী হানিফ, দ্বিজেন দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল-এমরান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্যামল চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা লোকমান হোসেন বাবুল, আনোয়ার সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন। দোয়ার মাধ্যমে অনুষ্ঠিানের সমাপ্তি হয়।