স্টাফ রিপোর্টারঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় কর্মরত এনজিওদের মাসিক সমন্বয় সভা ২৮ আগস্ট বেলা আড়াইটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য দেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা লীড এনজিও রংধনু সমাজ উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, সিএসএস-এর ব্যবস্থাপক মোঃ বাহেনুল জামান, সিদীপের ব্যবস্থাপক আব্দুল মতিন, গাক ম্যানেজার মোঃ শহীদুল ইসলাম, সিসিডিএ ম্যানেজার নেপাল চন্দ্র দেবনাথ, আশা ম্যানেজার শ্যামল চন্দ্র পাল, ব্যুরো বাংলাদেশের ম্যানেজার শহীদুজ্জামান, সিআইপিআরবির এরিয়া ম্যানেজার মহিউদ্দিন মোঃ ইন্দাল, ফেইজের ম্যানেজার মোঃ মমিনুল ইসলাম চৌধুরী, পল্লী মঙ্গল কর্মসূচির ম্যানেজার জিয়াউর রহমান, জাগরনি চক্র ফাউন্ডেশনের ম্যানেজার মোঃ রাশেদুল ইসলাম, সিআইপিআরবির ফিন্ড কো-অর্ডিনেটর মোঃ তৌহিদুল হাসান খানসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ।
সভায় এনজিওদের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি লাভ করায় সভায় এনজিও প্রতিনিধিবৃন্দ অভিনন্দন জানান।