গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে ৩০ কেজি মা-ইলিশ সহ ২ ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করে।
থানা সূত্রে জানা যায়, ২১ অক্টোবর ( শনিবার) সকাল সাড়ে সাতটায় ২ জন লোক মা-ইলিশ বস্তা করে মাথায় নিয়ে পায়ে হেটে পর্যটনের দিকে যাওয়ার সময় মতলব উত্তর থানা পুলিশ ২ জন মাছ ব্যবসায়ীকে ৩০ কেজি মাছ সহ আটক করে।
তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন ১৯৫০ (সংশোধনী) -২০১৩) এর ৫(১) ধারার অপরাধে আসামী মোঃ জুয়েল, গাজীপুর জেলার, টঙ্গী থানার আউচ পাড়া গ্রাম, অপর জন মোঃ রোবেল, মতলব উত্তর থানাধীন মুদাফ্ফর গ্রাম কে জেল হাজতে প্রেরন করেন।
অভিযান পরিচালনা করেন মতলব উত্তর থানার এসআই আবু হানিফ, এসআই সুজিত চন্দ্র দে,এএসআই শাহাদাত হোসেন পাটোয়ারী সহ সঙ্গীয় ফোর্স। মতলব উত্তর থানার ডায়েরী নং -৯০৬ তাং-২১/১০/২০২২ ইং।