নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলা পরিষদের জানুয়ারী মাসের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারী) বেলা ১২ টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথির বক্তব্যে এমএ কুদ্দুস বলেন, সর্বপ্রথম গভীর ভাবে স্মরণ করি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। যার জন্ম না হলে আমরা একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র পেতাম না। সেই সাথে আরও স্মরণ করছি শহীদ মুক্তিযোদ্ধাদের। যাদের আত্ম ত্যাগ আমাদের মুক্তিযুদ্ধকে আরও সহজলভ্য করেছে। সেই মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ আজ স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে। দেশে এখন মেট্রোরেল চলছে, যা আমরা কখনো স্বপ্নও দেখিনি। এটা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, সারাদেশের ন্যায় মতলব উত্তরে উন্নয়নের জোয়ার বইছে। এ উপজেলায় আমরা শান্তিপ‚র্ণ পরিবেশে বসবাস করতে পারছি। এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাতে। আওয়ামী লীগ সরকার গণমানুষের সরকার। তাই বাংলাদেশ আওয়ামী লীগকে জনগন আবারও ক্ষমতায় আনবে। তিনি সকলকে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করার আহŸান জানান। মাদক ইভটিজিং বাল্যবিবাহ এবং সামাজিক অপরাধ প্রতিরোধে সকলের অংশগ্রহণে অনুরোধ করেন তিনি।
পরে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। উভয় সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।
উভয় সভায় আরো বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, সহকারী কমিশনার (ভ‚মি) আল এমরান খান, ওসি মোঃ মহিউদ্দিন, ডাঃ জয়নাল আবেদীন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, পল্লীবিদ্যুৎ মতলব উত্তর ডিজিএম সামছু উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা আক্তার, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নুরনবী, যুব উন্নয়ন কর্মকর্তা তারেক মাহমুদ চৌধুরী, ইসলামিক ফাউÐেশনের ফিল্ড সুপারভাইজার শেখ মোঃ হানিফ, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, ফতেপুর পূর্ব ইউপি চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম সরকার প্রমুখ।