শহিদুল ইসলাম খোকনঃ
মতলব উত্তর উপজেলায় পৃথক দুটি অভিযানে ১৩০ পিস ইয়াবাসহ ৩ জন আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।
মতলব উত্তর থানার এসআই মো. মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে ৩১ মে মঙ্গলবার রাতে উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের ফরাজি কান্দি নেদায়ে ইসলাম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উত্তর পাশের পুকুরপাড়ের মাটির রাস্তা থেকেই ১০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটক বিল্লাল (৩৮) উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের আবুল কাশেম মাঝির ছেলে ও অপরজন ফরাজি কান্দি (বর্তমান রামদাসপুর) গ্রামের মৃত হাসেম মাঝির ছেলে আব্দুল কাদির ৩৭)।
অপর আরেকটি অভিযানে মতলব উত্তর থানার এসআই হারুন অর রশীদ পৃথক একটি অভিযান পরিচালনা করে মতলব রাতে উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামে জব্বার মিয়ার স’মিল সংলগ্ন বালুর মাঠ থেকে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। আটক সন্জয় বর্মন (২২) উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়ের কান্দি গ্রামের শ্রী কৃষ্ণ বর্মনের ছেলে।
আটকদের চাঁদপুড জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এ বিষয় মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, মাদক ব্যাবসায়ীদের আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের সাথে কোন আপোস নেউ। যারা মাদকের সাথে জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক বিরোধী অভিযান অভ্যহত আছে।