মাহবুব আলম লাভলুঃ
‘মা ইলিশ রক্ষা পেলে, দেশে প্রচুর ইলিশ মেলে’এই প্রতিপাদ্য নিয়ে মা ইলিশ রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলা টাস্কফোর্স কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অধিদপ্তর সভাটি আয়োজন করে।
উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
প্রধান অতিথি বক্তব্যে এম এ কুদ্দুস বলেন, ইলিশ উৎপাদন বৃদ্ধির অন্যতম কৌশল হচ্ছে জাটকা সংরক্ষণ এবং ইলিশের প্রধান প্রজনন মৌসুমে পরিপক্ব ইলিশ রক্ষা করা। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে পরিপক্ব ইলিশ সুরক্ষা করা সম্ভব হলে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। বিষয়টি অনুধাবন করে সরকার ইতোমধ্যেই ইলিশ সম্পদ উন্নয়নে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইলিশ সম্পদ রক্ষার মাধ্যমে জাতীয় উন্নয়নে ভূমিকার রাখা যাবে। জেলেদের স্বাভলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি আরও বলেন, জাতীয় মাছ ইলিশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। যেসব জেলেরা ইলিশ ধরার সাথে সম্পৃক্ত আছেন, তারা নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণ করবেন না। সরকার আপনাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে উপকরণ দিচ্ছে। তাই জাতীয় সম্পদ ইলিশ আমাদের সবাইকে দায়িত্ব নিয়ে রক্ষা করতে হবে।
আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টেবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশের প্রধান প্রজনন মৌসুম। এ উপলক্ষে মা ইলিশ রক্ষার্থে সব ধরণের কর্মসূূচি হাতে নিয়েছে প্রশাসন।
সভায় উপস্থিত সকালে মা রক্ষায় বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করেন। ইলিশ রক্ষায় সর্বোচ্চ আইন প্রয়োগ করা হবে এবং অভয়াশ্রমের সময় জেলেদেরকে নদীতে না নামতে নির্দেশ প্রদান করেন ইউএনও আশরাফুল হাসান।
সভায় বক্তব্য দেন, ছেংগারচর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি হেদায়েত উল্ল্যাহ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, বেলতলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাবর আলী খান, মতলব উত্তর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. রিদুয়ান , মতলব উত্তর প্রেসক্লাবে সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক জাকির হোসেন বাদশা, ফরাজিকান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, এখলাসপুর ইউপি চেয়ারম্যান মফিজুল মুন্না ঢালী, মোহনপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইব্রাহিম, ইউপি সদস্য আলমগীর হোসেন, জেলে প্রতিনিধি ওমর আলী, মৎস্যজীবী প্রতিনিধি ওয়াছকুরনী’সহ কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবি।