মতলব উত্তর উপজেলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ কবির হোসেনকে আটক করেছে পুলিশ। সোমবার(৭মার্চ) উপজেলার মাথাভাঙ্গা থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শাহজাহান কামালের নেতৃত্বে ও সার্বিক তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ মাসুদের তদারকীতে মতলব উত্তর থানার এসআই মোঃ রমিজ উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহযোগীতায় মতলব উত্তর থানাধীন মোহনপুর ইউনিয়নের কামালদি মাথাভাঙ্গা সাকীনের মাদক ব্যবসায়ী মোঃ কবির হোসেনকে তাহার বসত বাড়ী হইতে ০৭/০৩/২০২২ইং তারিখ ১৬.৪৫ ঘটিকার সময় গ্রেফতার করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর হেফাজত হইতে ৫০০ গ্রাম গাঁজা প্রাপ্ত হইয়া জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান অব্যাহত থাকবে।