শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুর মতলব উত্তরে উপজেলার বিশিষ্ট শিল্পপতি মরহুম মনির হোসেন সরকারের ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সূফী দরবারে প্রতিষ্ঠাতা আলহাজ নাছির উদ্দীনের উদ্যেগে বিকেলে সাদুল্লাপুর সূফী দরবারে মনির হোসেন সরকারের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোরআন তেলোয়াত, মিলাদ মাওফিল, মুনাজাত ও তাবারুক বিতরন করা হয়েছে। রাতে দেশের সনামধন্য বাউল শিল্পীদের নিয়ে বাউল গান পরিবেশন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মরহুম মনির হোসেন সরকারের বড় ছেলে, সিকোট্যাক্সের কর্নদার, সৎ সঙ্গ ফাউন্ডেশনের সভাপতি, শিল্পপতি আলহাজ্ব নাছির উদ্দিন সরকার আল মাইজ ভান্ডারী, সৎ সঙ্গ ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সামছুল আলম জুলফিকার, অর্থ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন দেওয়ান, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক, শহিদুল ইসলাম খোকন, আমিয়াপুর হযরত বিবি মা ফাতেমা (রা:) মহিলা মাদ্রাসার অভিভাবক সদস আবু তাহের, সাদুল্লাপুর মইনিয়া আদর্শ কিন্ডারগার্টেনের অধক্ষ্য মোস্তাফিজুর রহমানসহ এলাকাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।