নিজস্ব প্রতিবেদকঃ
স্বেচ্ছাসেবী অরাজনৈতিক ও সেবামূলক সামাজিক সংগঠন জাগ্রত’৯৬ (এসএসসি ব্যাচ’৯৬) মতলব উত্তরের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে উপজেলা ইউএনও, ওসি ও সমাজসেবা কর্মকর্তার সাথে সৌজন্য স্বাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানান।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু’কে ফুলের শুভেচ্ছা জানান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক’সহ নেতৃবন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, জাগ্রত’৯৬ নবনির্বাচিত সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক রাশেদ সরকার, সিনিয়র সহ-সভাপতি আনিসুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক ইসমাইল খান টিটু, সহ-প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল বারী, শিক্ষা বিষয়ক সম্পাদক মহসিন মাস্টার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জমির প্রমুখ।
এ সময় সংগঠনের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক রাশেদ সরকার উপস্থিত সকলকে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান তপু’র সাথে সকলকে পরিচয় করে দেন। নব গঠিত জাগ্রত ৯৬ সংগঠনের অভিষেক অনুষ্ঠান নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সাথে সম্ভাব্য তারিখের বিষয়ে আলোচনা হয়।