নিজস্ব প্রতিবেদকঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে মতলব উত্তর উপজেলার মোহনপুর ব্লাড ডোনেশন গ্রুপের পক্ষ থেকে মোহনপুর আল-হেরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী নিয়ে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মোরা বড় হব একদিন, জ্ঞানের আলোয় আমরা আলো করব চারদিক’ এই স্লোগানকে সামনে রেখে শিশু-কিশোরীদের নিয়ে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, হামদ ও নাত প্রতিযোগিতা, গজল প্রতিযোগিতার পাশাপাশি একক সংগীত পরিবেশিত করা হয়। প্রতিযোগিতার বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল -হেরা মহিলা মাদ্রাসার সম্মানিত সভাপতি কাজি শরিফ, মোহনপুর ব্লাড ডোনেশন গ্রুপের উপদেষ্টা মণ্ডলীর মাহফুজুর রহমান, আবু সুফিয়ান, রফি আহমেদ রুবেল, আলি আহমেদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয়ের শিক্ষক তোফায়েল আহমেদ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মোহনপুর ব্লাড ডোনেশন গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হাফিজ, সিহাব উদ্দিন ও জাহিদুল ইসলামসহ সদস্যবৃন্দ ।
মোহাম্মদ হাফিজ জানান, আল-হেরা মহিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা আবদুল বাসেদ ও মাওলানা আশিকুর রহমান এবং মোহনপুর ব্লাড ডোনেশন গ্রুপের সদস্যগণের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর এবং সফল হয়েছে। তারা ভবিষ্যতেও এই রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে ইনশাআল্লাহ।