গোলাম নবী খোকনঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর গ্রামের আঃ হক মজুমদারের ছেলে প্রবাসী টুটুল মজুমদারের একটি চৌচালা টিনের ঘর অগ্নিকান্ডে ভস্মীভূত। ১৩ এপ্রিল ভোর সাড়ে পাঁচ টায় এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মানুষ জন সেহেরি খেয়ে ভোরে নামাজে আসা যাওয়া করার সময় আগুন দেখতে পেয়ে আগুন আগুন বলে ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে সম্পূর্ণ ঘর পুরে যায়। তবে ঘরটি পরিত্যক্ত চিল।
আগুনের সূত্র পাত হওয়ার ব্যাপারে জানতে চাইলে এলাকা বাসি জানান, ঘরটি পরিত্যক্ত থাকার কারনে কিছু সংখ্যক গাঁজা খোরদের আড্ডা ছিল। গাঁজা খোরদের গাঁজা সেবনের আগুনের ফলে এ ঘটনার সূত্র পাত ঘটার সম্ভাবনা বলে মানুষের ধারনা।