নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ কেজি গাঁজাসহ নাছরিন বেগম (২৩) গ্রেফতার করা হয়েছে। ৬ মার্চ রাতে মতলব উত্তর থানাধীন পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের দেওয়ানজিকান্দি সাকীনের মাদক ব্যবসায়ী মিলন ফকিরের বসত ঘর হইতে তাকে গ্রেফতার করে মতলব উত্তর থানা পুলিশ। নাছরিন বেগম মিলন ফকিরে স্ত্রী।
থানা সূত্রে জানা যায়,৬ মার্চ রোববার রাতে মতলব উত্তর থানার এসআই পলাশ বড়ুয়া, এসআই হারুন ও ও এএসআই মো. মাসুদ রানাসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মিলন ফকিরের ঘরে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিলন পালিয়ে যায়। এসময় মিলনের স্ত্রী নাছরিন বেগমের শরীর তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবা ও স্টেলের আলমারী থেকে ৩ কেজি গাঁজাসহ আটক করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪০৫ পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজাসহ নাছরিন আক্তার কে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী নাছরিন আক্তার ও তার স্বামী পলাতক মিলন ফকিরের বিরুদ্ধ মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং নাছরিন আক্তারকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স । মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।