নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর মতলব উত্তরে লেগুনা গাড়ী থেকে ছিটকে পড়ে প্রান হারালো মুক্তা আক্তার নামে দশম শ্রেণির। সোমবার (৫ ডিসেম্বর ) সকাল ৬ টার সময় উপজেলার লালপুর বেড়ীবাঁধে স্থানে সড়ক দুর্ঘটনাটি ঘটনাটি ঘটে
জানা যায়, উপজেলার শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ছিলেন। সকালে এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ার জন্য লালপুর বেড়ীবাঁধে স্থানে লেগুনা গাড়ী থেকে নামার সময় মুক্তা আক্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, মুক্তার আক্তারের মৃত্যুতে তার সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও শরিফ উল্লাহ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা গাড়ী চালকের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহি উদ্দিন দুর্ঘটনাটি নিশ্চিত করেছেন।