• শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
Headline
বিরামপুরে ইমাম-খতীব ও উলামাদের নিয়ে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ সলঙ্গায় ৬টি ইউনিয়ন পরিষদ কার্যক্রম স্বাভাবিক করার দাবী শ্রীনগরে আড়িয়ল বিল সম্পর্কিত উপস্থাপনা ও ব্রিফিং প্রধান উপদেষ্টার নেতৃত্বে অর্থনৈতিক পরিষদ গঠন মতলবে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন : ড্রেজার-বাল্কহেড’সহ গ্রেপ্তার ৩৪ মতলবে অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে ৭৫ লক্ষ টাকা নিয়ে ক্যাশিয়ার দীপংকর ঘোষ উধাও! বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে– হাফিজুর রহমান কবির প্রধান উপদেষ্টার একান্ত সচিব- ২ হলেন মতলব উত্তরের সজীব মতলব উত্তরে প্রধান  শিক্ষককে বিদ্যালয়ে ফেরালেন শিক্ষার্থীরা শেরপুরের নকলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেড় মাসে ঝড়ল ১০টি প্রাণঃ মোটরসাইকেল দূর্ঘটনাই বেশি

মতলবের সড়কে থামছে না মৃত্যু

Lovelu / ২০১ Time View
Update : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

মাহবুব আলম লাভলুঃ

গত ২৫ নভেম্বর থেকে ৬ জানুয়ারী পর্যন্ত চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন সড়কে ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর মধ্যে একজন শিশু ও একজন স্কুল ছাত্রী রয়েছেন।এ উপজেলায় দিন দিনই বৃদ্ধি পাচ্ছে অপ্রাপ্ত বয়স্ক বেপরোয়া মোটর সাইকেল,অটোরিক্সা, ট্রাক্টর ট্রলিগাড়ি চালকদের দৌরাত্ম। সবচেয়ে বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে। যার ফলে একের পর এক ঘটছে দুর্ঘটনা। সড়কে মৃত্যু থামছে না। এ উপজেলা সড়ক দূর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের দাবীতে অবরোধ ও মানববন্ধন করা হয়েছে। কিন্তু কিছুতেই সড়ক দূর্ঘটনা রোধ হচ্ছেনা। দিন দিন তা বেড়েই চলেছে।

শুক্রবার(২৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে মতলব উত্তর উপজেলার ভাটি রসুলপুর নামক স্থানে মোটরসাইকেল ও অটো রিক্সার সংঘর্ষে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত হয়েছে। নিহতরা হলেন সুলতানাবাদ ইউনিয়নের টরকী গ্রামের মহসিন বেপারীর ছেলে সালাউদ্দিন(২২) ও রুস্তম বেপারীর ছোট ছেলে মহাম্মদ(২১)।

২৬ নভেম্বর মতলব উত্তর উপজেলার বাগান বাড়ি ইউনিয়নের হাফানিয়া নামক স্থানে বেড়ীবাঁধের উপর ট্রলি গাড়ি আর মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় ও তানভীর গুরুতর আহত হয়। আহত তানভীরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ২ ডিসেম্বর সকাল নয়টা চল্লিশ মিনিটের সময় মৃত্যু বরন করেন। সংঘর্ষে ঘটনায় ৪জনে মৃত্যু হলো।নিহতরা হলেন, চান্দ্রা কান্দি গ্রামের আবিদ আলীর ছেলে মোঃ সেলিম মিয়া(৩০) , খাগুরিয়া গ্রামের আঃ রশিদ মিয়াজীর ছেলে শান্ত (২৫), সরজান বকাউলের ছেলে মোঃ রাশেদ (২২) ও ঘটনার ৬ দিন পর হাসপাতালে চিকিৎসা ধীন থাকা মোঃ নাছির উদ্দীন বেপারীর ছেলে তানভীন।

সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার সময় প্রাইভেট পড়তে যাওয়ার পথে চাঁদপুর মতলব উত্তরে লেগুনা গাড়ী থেকে ছিটকে পড়ে দশম শ্রেনীর এক ছাত্রী মুক্তা আক্তার নিহত হয়।নিহত মুক্তা আক্তার উপজেলার শরীফ উল্লাহ স্কুল এন্ড কলেজের দশম শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। সকালে লালপুর গ্রামের মিজান স্যারের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার সময় লালপুর বেড়ী বাঁধে স্থানে লেগুনা গাড়ী থেকে নামার সময় মুক্তা আক্তার ছিটকে পড়ে গুরুতর আহত হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত মুক্তা আক্তার উপজেলার ষাটনল ইউনিয়নের রঙ্গুখারকান্দির আয়েত আলীর মেয়ে।

১৮ ডিসেম্বর দুপুর ১ টায় উপজেলার ফরাজি কান্দি ইউনিয়নের চর মাছুয়া নামক স্থানে মোটর সাইকেল -অটো রিক্সা মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী মোঃ মমিন (২০) নিহত হয়। মোঃ মমিন উপজেলার চরকালিয়া তফাদার পাড়ার মোঃ সুজন মিয়ার ছেলে।

বুধবার ২৮ ডিসেম্বর মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত আক্তার হোসেন প্রধান বৃহস্পতিবার(২৯ডিসেম্বর) রাত ৯ টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের মৃত্যু বরন করেন। বুধবার দুপুর ১.১৫টার সময় মটর সাইকেল এর যাত্রী হিসেবে চলার সময় মতলব উত্তর বেরিবাধ সটাকী অংশে পিছনের চাকা পাংচার হওয়ায় পরে মারাত্মক ভাবে আহত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার সে মারা যায়। সে ফরাজীকান্দি ইউনিয়নের আমিনপুর গ্রামের মোঃ খোকন মেম্বারের ছোট ভাই আক্তার হোসেন প্রধান।

৬ জানুয়ারী শুক্রবার দুপুরে উপজেলার হানিরপাড় গ্রামের ফকির বাড়ির মসজিদের কাছে সিমেন্ট বহনকারী অবৈধ টলি গাড়ির ধাক্কায় আট বছর বয়সী শিশু শিক্ষার্থী রাকিব নিহত হয়েছে। শিশুটি জুম্মার নামাজ আদায়ের জন্য মসজিদে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা টলি গাড়ির ধাক্কায় শিশুটি মাথায় ও হাতে আঘাত পেয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহত রাকিবের পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাকিব উপজেলার হানিরপাড় গ্রামের ইটভাটা শ্রমিক নাজির ঢালীর ছেলে ও সে হানিরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা মনে করছেন লাইসেন্স বিহীন চালকরা বেপয়ারা ট্রলি গাড়ী ও মোটরসাইকেল চালানোর কারনে বড় ধরনের দূর্ঘটনা ঘটছে। উভয় পক্ষের কোন অভিযোগ না থাকায় মরদেহ কে দাফনের অনুমতি দেওয়া হয়। মামলা না হওয়ায় দূর্ঘটনায় নিহত হওয়ার ঘটনাটি ধামা চাপা পড়ে যায়। ঘটনা ঘটনাই থাকে, অন্যায় অন্যায়ই থেকে যায়, কে দূষি, কে নিঃদূষি এ গুলো আর শনাক্ত করা যায় না। এ সমস্ত দূর্ঘটনার ব্যাপারে দূষী ব্যাক্তিদের শনাক্ত না করা হলে এমনি ভাবেই অনেক মায়ের বুক খালি হতে থাকবে। আইন শৃঙ্খলা ও পুলিশ বাহিনী যদি কোন ব্যবস্থা না নেয় তাহলে অন্যায়কারীরা পার পেয়ে যায়।

মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, পরিবারের অভিযোগ থাকলে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া যায়। সড়ক দূর্ঘটনা রোধে পুলিশ নিয়মিত দায়িত্ব পালন করছে। কিন্তু বে-পরোয়া চালকেরা গতিবিধি না মামানর কারণে অধিকাংশ দুর্ঘটনা গুলো ঘটছে।

সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো হলো ত্রুটিপূর্ণ যানবাহন; বেপরোয়া গতি; চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা; তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো; জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা

মোটরসাইকেল দুর্ঘটনাগুলো মূলত ঘটে বেপরোয়া গতি, ওভারটেকিংয়ের চেষ্টা, বারবার লেন পরিবর্তন, ট্রাফিক আইন না মানা ও চলন্ত অবস্থায় মুঠোফোনে কথা বলা। হেলমেট ব্যবহার না করার কারণে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category