নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শনে করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক । মঙ্গলবার (২৩ আগস্ট ) বেলা ২ টার সময় তিনি পরিদর্শনে যান ।
তিনি পরিদর্শন কালে বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, মানসম্মত পাঠদান মনিটরিং, বাল্যবিয়ে,ইভটিজিং, কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা তৈরিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনময় করেন। পরিদর্শন কালীন স্কুল কর্তৃপক্ষের যে সকল অব্যবস্থাপনা পরিলক্ষিত হয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেন। সার্বিক দিক পর্যবেক্ষণ শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরীন আক্তার,সহকারী শিক্ষক আমিনা খাতুন, ফারজানা ইসলাম, মোঃ ইকবাল হোসেন, মোঃ মনির হোসেন, অসীম গাইন, মোঃ মাইনুল ইসলাম টিপু,মোঃ রিফাত পাটোয়ারী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ রুবেল মিয়া, ঈশিতা রানী, মোঃ জিসান আহমেদ প্রমুখ।
এছাড়া ২২ ও ২৩ আগস্ট তিনি মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়, বরদিয়া কাজী সুলতান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাশে গিয়ে তাদের সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।