আল আমিন ভূইয়াঃ
বয়স ১০২ বছর। মোসাম্মাৎ দুদ নেহার। ভোট কেন্দ্রে আসেন। কিন্তু জটিলতার কারনে তিনি ভোট দিতে পারলেন না।
দুপুর ১২ টা ৫০ মিনিট মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে কেন্দ্রে আসেন দুদ নেহার। তার ভোটার এলাকা ঘিলাতলী ৭নং ওয়ার্ড। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক আহমেদ জানান, সার্ভার জটিলতার কারণে তার ভোটার সনাক্ত করা যায়নি। তিনি আরও জানান উক্ত ভোটারের আঙ্গুলের ছাপ দিয়েও ভোট দেয়ার চেষ্টা করা হয়েছে। তাতেও কাজ হয়নি।
দুদ নেহার জানান, আমি এই জাতীয় পরিচয় পত্র দিয়ে একাধিকবার ভোট দিয়েছি। জীবনের শেষ সময়ের ভোটটি দিতে পারলাম না।ভোট না দিতে পারার আমার এই কষ্টটা থেকেই যাবে।