মোঃ নজরুল ইসলাম (এরশাদ)ঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ২০২২-২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধান ভূট্টা সরিষা গম ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লূক্ষ্যে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টার সময় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে উপজেলা উপ-সহকারী (ভূমি) আসিফ আল জিনাতের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজল-দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ মামুনুর রশিদ কিরন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস-চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা নূরুল ইসলাম, চৌমুহনী পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বকর টিপু, কাউন্সিলর ও প্যানেল মেয়র শাহবুদ্দিন কাজল, উপ-সহকারী আবুল হোসেন প্রমূখ।
উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ফজলে এলাহি বলেন এ অনুষ্ঠানের মাধ্যমে ১৩৭৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। প্রত্যেক কৃষকে গম ২০কেজি, ডিএপি সার ১০কেঃ এমওপি সার ১০কেঃ, মুগ ডাল ৫কেজি ডিএপি ১০কেঃ এমওপি ৫কেঃ, সরিষা ১কেজি ডিএপি সার ১০কেঃ এমওপি ১০কেঃ, ভুট্রা ২কেজি ডিএপি ২০কেঃ এমওপি ১০কেজি করে বীজ ও রাসায়নিক সার এবং হাইব্রিড ধান (বোরো) ৭৫০০জন, উপশী ধান (দেশী) ৫৫০০জন, গম ২০জন, ভুট্টা ১৫০জন, মুগ ৩০০জন, সরিষা ৩০০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
বক্তারা বলেন আপনাদের একটুকরো জমিন যেন অনাবাদি না থাকে, যার যা জমিন আছে তা চাষের আওতায় আনার আহ্বান জানান।