• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

পরিবাবের কৃতজ্ঞতা প্রকাশ

বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন মতলবের লাবনী

Lovelu / ২৮৬ Time View
Update : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

সদ্য ঘোষিত ফলাফলে ৪১ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তরের মেধাবী মেয়ে আয়েশা আক্তার লাবনী। তিনি মতলব উত্তর ছেংগারচর পৌরসভার উত্তর শিকিরচর গ্রামের আবদুল খালেক মিজি ও তাসলিমা বেগম এর জ্যেষ্ঠ্য কন্যা।

লাবনী মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের মো: রফিকুল ইসলামের জ্যেষ্ঠ্য ছেলে মোঃ ফকরুজ্জামান আরিফের স্ত্রী।

লাবনী নারায়ণগঞ্জের পাগলার আহসান উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে ২০০৯ সালে জিপিএ ফাইভ পেয়ে এসএসসি, দনিয়া কলেজ থেকে ২০১১ সালে জিপিএ ফাইভ পেয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন।

তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে ১ম শ্রেণিতে ২০১৬ সালে স্নাতক ও ২০১৭ সাথে ডিগ্রি অর্জন করে কৃতিত্বের ধারা অব্যাহত রাখেন।

বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর লাবনী জানান, ছোটবেলা থেকেই স্বপ্ন ছিলো বিসিএস ক্যাডার হয়ে দেশের মানুষের জন্য কিছুর করার। সেই আগ্রহকে পুঁজি করেই এগিয়ে চলি। ২০১১ সালে আমার বিয়ে হবার পর দুই সন্তানকে নিয়ে আমার পথ চলা। ২০১৩ সালে আমার বড় মেয়ের জন্ম হয় এবং ২০২০ সালে আমার ছোট মেয়ের জন্মের পর তাদের সঙ্গে নিয়েই আমার বিশ্ববিদ্যালয় এবং বিসিএস যাত্রা চালিয়ে যাই। জীবনের কঠিন এই সময়ে পুরোটা সময়জুড়ে স্বামীর সমর্থন পেয়েছি আর তার প্রবল আগ্রহ এবং ইচ্ছা আমার চলার পথকে আরো গতিময় করে তোলে।

বিশেষভাবে আমার শ্বশুরবাড়ি ও আমার পরিবাবের লোকজনের প্রতিও আমি অশেষ কৃতজ্ঞতা জানাই। তারা সার্বক্ষণিক আমাকে সহায়তা করেছেন এবং মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আমার সফলতা লাভ করেছি। ভবিষ্যতে এদেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ভূমিকা পালন করতে চাই।

দীর্ঘ এই যাত্রার মা-বাবা ও স্বামীর অনুপ্রেরণায় এং তার অক্লান্ত পরিশ্রমের ফলে তিনি আজ সাফল্যের শীর্ষে। অদম্য এই নারী দেশ ও দেশবাসীর সেবা করার সুযোগ পাওয়ায় সকলের নিকট দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category