মোঃ আবু সাঈদ,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিরামপুর থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মাসুদ রানা (৩৪) কে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত, মাদক ব্যবসায়ী মাসুদ রানা(৩৪) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কুলুমক্ষেত্র গ্রামের শাহজাহান আলীর ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাত সোয়া ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এসআই আব্দুর রশিদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান চালান। এসময় বিরামপুর উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউপিস্থ টাটকপুর গ্রামের ঈদগাহ মাঠ সংলগ্ন পশ্চিম পার্শ্বে বিরামপুর-দিনাজপুরগামী মহাসড়কের উপর হতে আমদানি নিষিদ্ধ ভারতীয় ২৫ বোতল ফেন্সিডিল ও উক্ত ফেন্সিডিল পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক সহ হাতে নাথে মাদক ব্যবসায়ী আসামী মাসুদ রানা(৩৪) কে গ্রেপ্তার করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাসুদ রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২) ধারায় করা হয়েছে। মামলা নং-০৮, তারিখ- ২৬/০১/২০২৩ইং।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামি মাসুদ রানাকে শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।