মো: আবু সাঈদ, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :
নিরাপত্তা, শৃংখলা, প্রগতি কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র এই স্লোগানকে সামনে রেখে বিরামপুরে কমিউনিটি পুলিশিং ডে -২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ অক্টোবর শনিবার দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশের আয়োজনে সকাল ১০ টায় থানা চত্বর থেকে র্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে সিনিয়র সহকারি পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওয়েহেদুন্নবীর, সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত থেকে আইন শৃঙ্খলা বিষয়ে গঠন মুলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, পৌর মেয়র আক্কাস আলী, সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদৈত্য কুমার রায় অপু,থানার অফিসার ইনর্চাজ ওসি সুমন কুমার মহন্তর, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শিবেষ কুন্ডু, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, একইর মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়র সভাপতি বাদশা চৌধুরী, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলার সকল কমিউনিটি পুলিশের সদস্য সুধিজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দু।
আলোচনা সভায় সিনিয়র সহকারি পুলিশ সুপার বিরামপুর সার্কেল একেএম ওয়েহেদুন্নবী সকলের উদ্দেশ্যে পুলিশের সেবা, বিভিন্ন অনিয়ম, অপরাধ, অপকর্মের বিষয়ে গঠন মুলক বক্তব্যে রাখেন।