মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা):
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আওয়ামী লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে। গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ২১ আগস্ট সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে। সকালে উপজেলা হল রুমে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জি.এম সেলিম পারভেজ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারজানা রাব্বি বুবলী’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু অশ্বিনী কুমার বর্মণ, সহ-সভাপতি আতাউর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সুজা, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম রাশেদুজ্জামান রোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি আতোয়ার রহমান, আওয়ামী লীগ নেতা মোঃ শহিদুল ইসলাম সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্টে ইতিহাসের সব চাইতে বর্বরোচিত গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সেই হামলার মূলহোতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দন্ড কার্যকর করার দাবি জানান।
আলোচনা সভা শেষে ২১ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকায় দিবসটি পালন করা হয়েছে।