মোঃ সাজেদুল ইসলাম, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১২ আগস্ট বিকেলে ফুলছড়ি উপজেলার বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ মোড়ে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। সম্মেলনের উদ্বোধন করেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন-নবী টিটুল।
উদাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. হামিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আসিফ সাজ্জাদ সরকার ছোটনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য দেন, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আলম সরকার, জেলা বিএনপির সদস্য মইনুল ইসলাম শামীম, সাবেক ছাত্রনেতা ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান সোহাগ, ফুলছড়ি উপজেলা বিএনপির আহবায়ক সাদেকুল ইসলাম নান্নু, সদস্য সচিব ওহিদুল ইসলাম জয়, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক নুরে আলম মন্ডল লিংকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আলমাস হোসেন প্রমুখ।