আবদুস সালামঃ
ফরিদগঞ্জের চরমান্দারী গ্রামের দুই সন্তানের জননী রিমি বেগম নামে এক গৃহবধু আত্নহত্যা করেছে।
১৯ আগষ্ট শুক্রবার বিকালে ফরিদগঞ্জের ১৬ নং দক্ষিন ইউনিয়নের চরমান্দারী গ্রামের আইনুদ্দিন বেপারী বাড়ির প্রবাসী শফিকের স্ত্রী রিমি বেগম (২৫) গলায় ফাঁস দেয়। পরে শশুর তসলিম বেপারী সহ প্রতিবেশীরা ফরিদগঞ্জ উপজেলা সাস্থকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত রিমি বেগমের শশুর জানান জুমার নামাজ আদায় করার পর দোকানে যান। পরে বাড়ি থেকে খবর আসে পূত্রবধু রিমি গলায় ফাঁস দেয়। তৎক্ষনাৎ আমরা তাকে ফরিদগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসি। তবে কি কারনে আত্নহত্যা করেছে সেটা আমি বলতে পারি না।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহিদ হোসেন জানান, বিষয় টি প্রকৃয়াধীন রয়েছে।