ওমর ফারুক সাইম, কচুয়া॥
কচুয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া মুনাজাত করা হয়। উপজেলা
আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটোওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ চৌধুরী সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নাজমুল হক মজুমদার মিঠু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন মজুমদার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, দপ্তর সম্পাদক মাঈনউদ্দিন আহমেদ সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাকিল মুন্সি তাবির, শুভজিৎ দাস প্রমূখ।
আলোচনা সভা শেষে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন করেন দলীয় নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।