হাজীগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে হাজীগঞ্জে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মে) উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবনে নেতৃত্বে বিক্ষোভ মিছিলের আয়োজ করা হয়। বিকেল সাড়ে ৪টায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মূখ থেকে মিছিলটি বের হয়ে বাজারের প্রদান সড়ক প্রদক্ষিণ করে হাজীগঞ্জ প্লাজা সম্মূখে এসে প্রতিবাদ সমাবেশ পালন করে নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন জীবন বলেন, ‘ছাত্রদলকে মোকাবেলা করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আমরা সারা বাংলাদেশের ছাত্রলীগের নেতা কর্মীরা যদি চাই কাল থেকে ছাত্রদল মাঠেই দাঁড়াতে পারবে না। সেখানে তাদের সংগঠনের একজন শীর্ষ নেতার এমন ধৃষ্টতাপূর্ণ মন্তব্য কোনভাবেই মেনে নিতে পারছি না। তাকে অবশ্যই এর জন্য ক্ষমা চাইতে হবে। দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে এরকম বেয়াদব কোন ছাত্রনেতার আগমণ আগে কখনও ঘটেনি। আমরা ছাত্রদলের এই বেয়াবদবটাকে সাংগঠনিকভাবেই মোকাবেলা করতে চাই, শিষ্টাচারের শিক্ষা দিতে চাই।’
ওই সময় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ আর সুমন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনক সম্পাদক মো. ফয়সাল, ধর্ম-বিষয়ক মো. আব্দুল্লাহ, সহ-সম্পাদক নাহিদ, মো. সোহেল, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা মো. শাকিল, ববি, জাহিদুল ইসলাম বাবু, ছাত্রনেতা উপল, জাহিদ, ইসমাঈল হোসেন রাব্বি, রোপক, অভিল, মাহী, স্বপন, সায়েমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।