• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় স্বামী – স্ত্রীসহ নিহত ৪ আহত ১  

Lovelu / ১৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

  মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি: 
গাইবান্ধা জেলার পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের সাকোয়া নামক স্থানে সিএনজি ও যাত্রীবাহী  বাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী – স্ত্রীসহ ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে ১ জনসহ মোট ৪ জন  নিহত হয়েছে। এঘটনায় আরো ১ জন গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৭ টার দিকে যাত্রীবাহী একটি সিএনজি গাইবান্ধা শহর থেকে ছেড়ে এসে পলাশবাড়ীর সাকোয়া মাঝি পাড়া নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে  আসা গাইবান্ধামুখী  শানে খোদা পরিবহণের একটি যাত্রীবাহী বাসের মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন ও সদর হাসপাতালে নেওয়ার পথে আরো একজন নিহত হয়েছে। এছাড়াও একজন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- গাইবান্ধা সদরের তুলসীঘাট দুর্গাপুর গ্রামের ছালাম মিয়ার ছেলে শামীম (৩০), জয়পুরহাট জেলার পাঁচবিবি এলাকার কালাম সরকারের মেয়ে শিমু সরকার (২৪) শাকিল মিয়া (৩৫) ও গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভাটপাড়া গোপালপুর গ্রামের সিএনজি চালক নুরুল ইসলাম (৫০)।
এ বিষয়ে পলাশবাড়ী থানা পুলিশের অফিসার ইনর্চাজ মাসুদ রানা জানান, এঘটনায় মোট ৪ জন নিহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘাতক বাসটি আটকের চেষ্টা চলছে ও নিহতদের পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category