• রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

নোয়াখালীতে বৃটিশ নাগরিক ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মান হানিকর অভিযোগের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

Lovelu / ৩১০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

ম.ব.হোসাইন নাঈমঃ

নোয়াখালীর চাটখিলে নিজেদের দোকানে আগুন দিয়ে পুড়িয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শাহ সুফিয়ান ও তার পরিবারকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে প্রবাসীর পরিবার।

বৃহস্পতিবার (১০নভেম্বর) সকালে চাটখিল উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করা হয়। জনাকীর্ণ এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসীর পিতা চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের আবুল কালাম প্রকাশ খোকা। কথিত এই অগ্নিকাণ্ডের ঘটনায় আসামী করা হয়েছে বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক শাহ সুফিয়ান ও তার পরিবারের সদস্যদের। তিনি বলেন লন্ডন প্রবাসী শাহ সুফিয়ান আমার মেজো ছেলে। সেই লন্ডনে অবস্থান করলেও তাকে মিথ্যা মামলা দোকান পোড়ানোর এক নম্বর আসামি করে মিথ্যা নাটক সাজিয়ে আমাদেরকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। তিনি দাবি করেন, ভীমপুর গ্রামে সরকারি সম্পত্তি দখল করে গড়ে তোলা দোকান ঘর সহকারী কমিশনার (ভূমি) কতৃক সরিয়ে ফেলার নির্দেশ দেওয়ার পর, প্রশাসনের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য অগ্নিকাণ্ডের নাটক সাজায় আবুল কালাম গরু ব্যাপারীর ছেলেরা এবং পূর্ব শত্রুতার জেরে লন্ডন প্রবাসী শাহ সুফিয়ান ও তার পরিবারকে হয়রানির উদ্দেশ্যে এ ঘটনায় সাজিয়ে আমাদেরকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করে। আমাদের নিজ এলাকার গরু ব্যবসায়ী আবুল কালাম এবং তার কিশোরগ্যাং ছেলেরা নিজেদের দোকানে নিজেরা-ই আগুন দিয়ে মিথ্যা নাটক সাজাচ্ছে।

তিনি আরো জানান, আবুল কালাম প্রকাশ গরু ব্যাপারি ২০০৫ সালে জোর করে আমার জায়গা দখল করে ঘর করে। তারা আরেকটি জায়গা দখল করে দোকান ঘর তৈরি করে।

আবুল কালাম বলেন, তারা সরকারি জায়গা দখল করে ১নং খাস জমিতে দোকান ঘর নির্মাণ করলে এসিল্যান্ড উজ্জল কুমার রায় সেটা উচ্ছেদ করার জন্য নোটিশ জারি করলে তারা নিজেদের দোকান নিজেরা পুড়িয়ে এই মিথ্যা নাটক সাজায়। আর তারা লন্ডন থেকে আমার ছেলে শাহ সুফিয়ান নাকি তাদের দোকানে আগুন ধরিয়ে পুড়িয়েছে এমন আজগুবি মিথ্যা তথ্য দিয়ে আমার পরিবারকে থানায় অভিযোগ দায়ের করে হয়রানি করছে।
তিনি আরো জানান, গরু ব্যবসায়ীক আবুল কালাম একজন মামলাবাজ। ভীমপুর গ্রামের ৫/৬ বাড়ির লোকজনের সাথে তার সাত আটটি মামলা চলমান। তার নয় সন্তানই কিশোর গ্যাং এর সাথে জড়িত। আর এই সন্ত্রাসী সন্তানদের দিয়ে মানুষের জমি দখল করে তারা।

আবুল কালাম খোকা দাবি করেন তুমি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি এবং তার পরিবার সাংবাদিকদের মাধ্যমে রাষ্ট্রের কাছে তার ও পরিবারের নিরাপত্তা চান। তিনি আরো বলেন আমি গত সোমবার( ৭ নভেম্বর) রাতে চাটখিল থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

সংবাদ সম্মেলনে আবুল কালাম খোকার সাথে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম এর স্ত্রী সালেহা আক্তার (৫৪), ছেলে শাহনেওয়াজ আরিফ (৩২), প্রতিবেশী হান্নান বিন আবু (২৯)।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category