মোঃ নজরুল ইসলাম(এরশাদ),নোয়াখালী
সোনাইমুড়ীতে নিরাপত্তা ও স্ত্রীর উপর হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন কানাডিয়ান প্রবাসী ও তার পরিবার। এ পরিস্থিতিতে ন্যায় বিচার চেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সংবাদ সম্মেলন করা হয়। ন্যায় বিচার না পেলে ৩০ নভেম্বর কানাডিয়ান দূতাবাসে অভিযোগ দেওয়ার হুমকি দিয়েছে পরিবারটি।
রবিবার (২৭ নভেম্বর ) দুপুরে সোনাইমুড়ী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন কানাডিয়ান প্রবাসী আবদুর রেজ্জাক ও তার স্ত্রী শেফালী বেগম। তিনি উপজেলার দেওটি ইউনিয়নের আকরাম উদ্দিন হাজী বাড়ীর মৃত আলী আশ্বাদের ছেলে।
কানাডিয়ান প্রবাসী আবদুর রেজ্জাক লিখিত বক্তব্যে বলেন, আমি স্বপরিবার নিয়ে কানাডায় বসবাস করে আসছি। মাঝে মধ্যে বাড়িতে আসি। গত ২০০১ সালে অবৈধভাবে আমার উপার্জিত টাকা দিয়ে ছোট ভাই জাইর হোসেন কানাডায় যায়। সেখানে দীর্ঘদিন লুকিয়ে থাকার পর কানাডিয়ান পুলিশের কাছে আটক হলে সেখান থেকে আমি তাকে সেখান থেকে আইনী প্রক্রিয়ায় উদ্ধার করি। পরে সে কাগজপত্র সঠিক না থাকায় পুনরায় পুলিশ তাকে আটক করে বাংলাদেশে পাঠিয়ে দেয়। দেশে এসে সে আমার প্রজেক্টের মাছ ও আমার বাড়ীঘর দখলের চেষ্টা করে। আমার ক্রয়কৃত স¤পত্তিতে খননকৃত পুকুর ও প্রজেক্ট থেকে মাছ ধরে নিয়ে যায় এবং বসতঘর জোরপূর্বক দখল করার চেষ্টা করে আমার ছোট ভাই জাকির হোসেন।
আমি প্রায় ২ বছর আগে দেশে এসে আমার বসতঘরে তালা দিয়ে কানাডায় চলে যাই। সেখানে বিভিন্নভাবে আমার কাছে ৫০ লক্ষ টাকা দাবী করে জাকির হোসেন। পরে গত ১১ নভেম্বর ২০২২ সালে দেশে এসে আমার খননকৃত প্রজেক্ট বিক্রি করে দেই। এ কারণে জাকির হোসেন আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে। তার অত্যাচার ও নির্যাতনে আমরা অতিষ্ঠ হয়ে আমার ভায়রার বাড়ী একই উপজেলার বারুল গ্রামে গিয়ে আশ্রয় নেই। পরে ২২ নভেম্বর আমার স্ত্রী রিকসাযোগে নিজ বাড়ীতে গেলে রিকসা ড্রাইভার উপস্থিত থাকাকালীন আমার ঘরে ঢুকতেই সে আমার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং ঘরের ভিতর আটকে রেখে টাকা না দিলে মেরে বস্তায় ভরে ফেলে দিবে বলে হুমকি দেয়। এসময় জাকির হোসেন আমার স্ত্রীর ব্যাগে থাকা নগদ ৬৫ হাজার ২ শত টাকা ও তার গলায় থাকা দেড় ভরি ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা আমার স্ত্রীকে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আমি বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি মামলা দায়ের করি। প্রায় ৫ দিন অতিবাহিত হলেও আসামীকে ধরছেনা। পুলিশ আমার মালামাল উদ্ধার ও জাকিরকে না ধরে আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আমাকে হয়রানি করছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি একজন কানাডিয়ান প্রবাসী হিসেবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার ও আমার পরিবারের নিরাপত্তা এবং সুষ্ঠ বিচার দাবী করছি। অন্যথায় আমি কানাডিয়া দূতাবাসের কাছে অভিযোগ জানাতে বাধ্য হবো।