মো. আমজাদ হোসেন রতন:
টাঙ্গাইলের নাগরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল- ৬, আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল হতে দিনব্যাপী উপজেলার পাকুটিয়া, মোকনা, মামুদনগর, সহবতপুর ইউনিয়নে অসহায় শীতার্তদের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর, গয়হাটা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামসুল হক, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু সহ সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, দলীয় নেতাকর্মী, গণমাধ্যম কর্মী ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল বিতরণ কালে সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় আমাদের সরকার সদাপ্রস্তুত। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কম্বল বিতরন করা হবে। তিনি আরো জানান, বর্তমান সরকার উন্নয়নের সরকার, যে সকল উন্নয়ন কাজ চলছে সবই দৃশ্যমান। যে সকল উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে নাগরপুরের দৃশ্যপট বদলে যাবে ইনশাআল্লাহ।