নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ-
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মাট বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে প্রেস কনফারেন্স করেছেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান। সোমবার সকালে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এ প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমান, প্রকল্প কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, নাগরপুর প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুলসহ নাগরপুর প্রেসক্লাবের সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ।
প্রেস কনফারেন্সে উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান বলেন, মঙ্গলবার একদিন ব্যাপী ৯ টা থেকে বিকাল ৫ টা পযর্ন্ত উপজেলা চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হবে। মেলাটি শুভ উদ্বোধন করবেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। মেলায় উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ের উপর গুরুর্ত্ব দেয়া হয়েছে বলে তিনি জানান।