• মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

নব্য মুসলিম রাফিকে তাবলিকে পাঠালেন শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থা

Lovelu / ২০৩ Time View
Update : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর) :

শেরপুরের নকলায় হিন্দু থেকে সদ্য মুসলমান হওয়া রাফি সরকারকে পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে ধারণা তৈরি করার লক্ষ্যে তাকে ১২৩ দিনের তাবলিকে পাঠানো হয়েছে। ৭ অক্টোবর শুক্রবার সকালে “শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থা’র অর্থায়নে তাকে তাবলিকে পাঠানো হয়।

হিন্দু ধর্ম থাকাকালীন তার নাম ছিল প্রকাশ চন্দ্র দাস। উপজেলার পৌরসভার গ্রীণরোড এলাকায় বসবাসরত শ্রী লাঞ্জু রবিদাস ও শ্রী বেলী দাসের ছোট ছেলে প্রকাশ চন্দ্র দাস নোটারী আইনজীবী একেএম মোসাদ্দেস ফেরদৌসী এর কার্যালয়ে গিয়ে ইসলামি শরীয়াহ মোতাবেক তার নাম পরিবর্তন করেন এবং আইনজীবী সুজাউদ্দৌলা সাজনের চেম্বারে কালেমা পড়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

রাফি সরকার বলেন, আমি হিন্দু ধর্মের ছিলাম। ছোটকাল থেকে মুসলমানদের সাথে চলাফেরা করে বিভিন্ন ওয়াজ মাহফিলে সময় দিয়ে বুঝতে পেরেছি, পৃথিবীর সকল ধর্মের মধ্যে ইসলামই শ্রেষ্ট ধর্ম। তাই আমি সব দিক বিবেচনা করে পরকালের মুক্তির আশায় স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করি। হিন্দু ধর্মে পূনরায় ফিরে যাওয়ার জন্য আমাকে বাড়ি থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে,অনেক লোভ দেখানো হচ্ছে কিন্তু আমি কোন কথার কান না দিয়ে বাকি জীবন ইসলামের ছায়াতলেই কাটাবো। ইসলাম সম্পর্কে অনেক কিছু অজানা থাকায় শেরপুর যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি লুৎফর রহমান লিখন ভাইয়ের সহযোগিতায় আমি দিনী শিক্ষার জন্য তাবলিকে যাচ্ছি। সংস্থার পক্ষ থেকে আমার পোশাকসহ যাবতীয় খরচ বহন করেছেন।

এসময় উপস্থিত ছিলেন,সংস্থার অন্যান্ন সদস্যবৃন্দ,কাচারী জামে মসজিদের ইমাম মারুফ হাসান, সমাজ সেবক মো. ছাইফুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাঠাকাটা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সমাজ সেবক মো.সোহেল রানা,নাজমুল হক,শাকিব, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ.এম.ফিরোজ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category