মো. ফিরোজ উদ্দিন, নকলা (শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে নকলা থানার আয়োজনে উপজেলার পৌর এলাকা কায়দায় ওই সভা হয়।
সভাপতিত্ব করেন নকলা থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার সোহেল আহম্মেদ, মো. হান্নান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম জিন্নাহ, চন্দ্রকোনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন এবং অত্র এলাজায় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।