মো. ফিরোজ উদ্দিন, নকলা(শেরপুর) প্রতিনিধিঃ
শেরপুরের নকলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলার ৯ নং চন্দ্রকোনা ইউনিয়নের রানীগঞ্জে মৃগী নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সজিব মিয়া (৩০) কে ওই জরিমানা করা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২২ জানুয়ারি রবিবার সন্ধায় সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আলালতের ম্যাজিস্ট্রেট সিহাবুল আরিফ বলেন, সরকারী নির্দেশ অমান্য করে সজিব মিয়া দীর্ঘ দিন ধরে মৃগী নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে ওই অর্থদন্ড করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকান্ড না করার নির্দেশ দেওয়া হয়।