মোঃ জামাল উদ্দিনঃ
দুই যোগ পরে আনন্দের সাথে সফল হয়েছে সিলেট জেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন।
সিলেট জেলা যুবদলের আওতায় সকল উপজেলার ৩১ বিশিষ্ট তৃণমূল নেতাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলেন সভাপতি পদে জয় লাভ করেন,এডঃ মুমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেন, মকসুদ আহমদ।
উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে যুবদলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বক্তব্য রাখেন, তিনি বলেন,”বলুন ইয়া আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর।
তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ,নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল।”সুরা আল ইমরান-২৬
আস সালামুয়ালাইকুম ওরাহ মাতুল্লাহি ওয়া বারাকাতুহ/আদাব অন্যান্য ধর্মীয় ভাই বোনদের প্রতি শুভেচ্ছা
সিলেট জেলা যুবদলের দ্বিবার্ষিক কাউন্সিল ২০২২ এর সম্মানিত কাউন্সিলরবৃন্দ ও শুভানুধ্যায়ীগণ
মহান আল্লাহর উপড় ভরসা করে আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে আসন্ন সিলেট জেলা যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছি তার জন্য মহান আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
আমার এই জয় আপনাদের আগামী দিন গুলোতে আমি যেন আপনাদের সাথে নিয়ে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করতে পারি তার জন্য সকলের নিকট দোয়া চান।
আরও বলেন আন্দোলন সংগ্রামসহ দলের সকল কর্মকান্ডে জাতীয়তাবাদী আদর্শের একজন সাধারণ কর্মী হিসেবে রাজপথে সক্রিয় থাকার চেষ্টা করব।
আগামী দিনে গণতন্ত্রের জননী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্থায়ী মুক্তি,বিএনপি র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বীরোচিত স্বদেশে প্রত্যাবর্তন,গুমের স্বীকার।
সিলেটের কোটি মানুষের হ্নদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী,ছাত্রনেতা ইফতেখার আহমদ দিনার,জুনেদ আহমদ,আনসার আলী ভাইকে গুমনামক কারাগার(আয়নাঘর) থেকে ফিরিয়ে আনা ও বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নিজের সর্বোচ্চ দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।