আব্দুল মান্নান সিদ্দিকীঃ
২৯ নভেম্বর জীববিজ্ঞান প্রথম পত্রের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীছোঁয়া( ১৮)তার মা মরিয়ম বেগম (৫০)পরীক্ষা শেষে।নিজ বাড়ির উদ্দেশ্যে নবাবগঞ্জ হতে অটোতে চড়ে বাড়ি ফিরছিলেন।এ সময় একটি মাইক্রোবাস তাদের সম্মুখে নিয়ন্ত্রণ হারিয়ে সজোড়ে ধাক্কা দিলেতারা সড়ক দুর্ঘটনায় পতিত হন।
স্থানীয়রা মা ও মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করেন।এইচএসসি শিক্ষার্থী ছোঁয়ার নাক প্রচন্ড আঘাত প্রাপ্ত হলে,তার নাক হতে তীব্র গতিতে রক্তক্ষরণ হতে থাকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তারের প্রচেষ্টায় ছোঁয়ার নাকের রক্তক্ষরণ বন্ধ হয়।ছোঁয়ার নাকের রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না সংবাদ পেয়ে ছোঁয়ার ভগ্নিপতি ডাক্তার নাজমুল, ও বোন ডাক্তার নিতু ঢাকা হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।
এদিকে ছোঁয়ার মা মরিয়ম বেগম হাত, পা, বুক এবং মাথায় আঘাত প্রাপ্ত হন।উভয়কে চিকিৎসা শেষে বাড়িতে প্রেরণ করা হয়।
মরিয়ম বেগম ও ছোঁয়া, সংবাদদাতা আব্দুল মান্নান সিদ্দিকীর সহধর্মিনী মাহফুজা বেগমের বড় বোন ও ভাগ্নি।