মোঃ সাহিদুল ইসলামঃ
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ই নভেম্বর) সকাল ১০টায় ডোমার উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন—ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মুন সমবায় সমিতির সভাপতি আব্দুর রশিদ, ডায়মন্ড সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান দুলাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. আল-আমিন রহমান, শাপলা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মনছুর আলী প্রমুখ।
আলোচনা সভাটির সঞ্চালনা করেন—ডায়মন্ড সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মো. আল-আমিন রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন—ডোমার উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম প্রধান।
বক্তারা বলেন, মধ্যযুগে পোপরা সার্টিফিকেট দিত, তারা বলতো তোমরা যে সঞ্চয় করবে সেটা আমাকে দিয়ে দাও, আমি সার্টিফিকেট দিব তোমরা জান্নাত পাবে। ইউরোপে মধ্যযুগে সঞ্চয় শুরুর পরে পুঁজি, পুঁজি বিনিয়োগের মাধ্যমে শিল্প বিপ্লব শুরু হয়। বঙ্গবন্ধুর দর্শন ছিল সমৃদ্ধ সোনার বাংলা গড়া। বাংলাদেশের মালিকানা তিন ধরণের অর্থাৎ ব্যক্তিগত, সমবায় ও সরকারী মালিকানা। গ্রামে উন্নয়ন ঘটাতে হবে, আমার গ্রাম আমার শহর নির্বাচনী মেনিফেস্টো ছিল। উন্নত বাংলাদেশ চাইলে সমবায় আন্দোলন ধরে রাখতে হবে।
পরে, দিবসটি উপলক্ষ্যে ডোমার উপজেলার সর্বোচ্চ অডিট ফি এবং সিডিএফ প্রদানকারী ৩টি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা গ্রহণকারী সমবায় সমিতি হলো—ফেজ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, নিমোজখানা বন্ধু ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ও সেবা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি ও সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমবায় সমিতির সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।