নিজস্ব প্রতিবেদকঃ
টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর ইউরোপ শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নবধারা নিউজ ২৪ ডটকমের পরিচালক ও পোল্যান্ডের গাজী টিভির প্রতিনিধি মাসুদুর রহমান তুহিন।
মাসুদুর রহমান তুহিন পোল্যান্ডে পড়াশোনার উদ্দেশ্যে আসেন এবং গত ১৪ বছর যাবত পোল্যান্ডের সপরিবারে বসবাস করছেন।ছাত্রজীবন থেকে ছাত্র রাজনীতি এবং শখের বশে নেশা হিসাবে সাংবাদিকতার সাথে জড়িয়ে পড়া মাসুদুর রহমান তুহিন মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এবং ’নবধারা নিউজ টুয়েন্টিফোর ডটকম’ নামে একটি অনলাইন পত্রিকা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য গত ২ জানুয়ারী ফ্রান্স প্রবাসী সাংবাদিক আবু তাহিরকে সভাপতি এবং ইতালি প্রবাসী সাংবাদিক কমরেড খোন্দকারকে সাধারন সম্পাদক করে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর ইউরোপ শাখার কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাম মাহমুদ।