গোলাম নবী খোকনঃ
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর থেকে সদস্য পদে ১৫ সেপ্টেম্বার মনোনয়ন পত্র দাখিল করেন জেলা পরিষদের সাবেক সদস্য ও মতলব উত্তর উপজেলা ছাত্র লীগের আহবায়ক মিনহাজ উদ্দিন খান।জেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফরাজী কান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা, একলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক বোরহান উদ্দিন।
সদস্য প্রার্থী মিনহাজ উদ্দিন খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন মিশন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাব ইনশাআল্লাহ।