সুমন আহমেদ :
১৫আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় সাথে পালন করেছে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বাংলাদেশের আইন শিক্ষার্থীদের সর্ববৃহৎ সংগঠন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ।
এ উপলক্ষে সোমবার সকাল ৯টায় ধানমন্ডি-৩২-এ সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর নেতৃত্বে কেন্দ্রীয় সংসদ, ঢাকা মহানগর উত্তর, দক্ষিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ স্বাধীন বাংলার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি এডভোকেট আব্দুস সবুর, মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক শরিফ আজাদ আকবর লিমন, সোহাকুল ইসলাম রনি, ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক মাহমুদুর রহমান বাবর, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক কেরামত সর্দার, ঢাকা মহানগর দক্ষিনের সহ সভাপতি মাহমুদা আলি মেনুকা, রোকেয়া সুলতানা, শাওন দ্বিপ, সাংগঠনিক সম্পাদক কাজি রুমা, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক কাজি ওসমান অপু, আহম্মেদ সহ ঢাকা মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় আইন কলেজ শাখার যুগ্ম সাধারন সম্পাদক নাজমুল, মনির, মোমিন, রোজানা, সেন্ট্রাল ল কলেজ শাখার সভাপতি দিলিপ কুমার মন্ডল, সাধারন সম্পাদক মনসুর আহমেদ, তাপস পাল, সিটি ল কলেজ শাখার নাজিয়া, রিপন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহের সুলতান, সাধারন সম্পাদক ফারুক সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে সংক্ষিপ্ত এক পথসভায় বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারন সম্পাদক এডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবু তার বক্তব্যে বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে বিশ্বাস ঘাতক খুনিরা দীর্ঘদিন সেই খুনিরা রাষ্ট্রীয়ভাবে পূনর্বাসিত হলে পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনার সরকার সেই খুনিদের বিচারের আওতায় এনে খুনিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেছিল কিন্তু এখনো কিছু খুনি বিদেশী রাষ্ট্রে পলাতক আছে। এখন তাদেরকেও দেশে ফিরিয়ে এনে বিচারের মধ্যদিয়ে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয়দাতা খালেদা জিয়া ও তার ছেলে তারেক জিয়াকেও বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবী জানান।
এসময় তিনি উক্ত কর্মসূচি সফল করায় সংগঠনের উপস্থিত সকল নেতা কর্মীদের সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটুর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এছাড়াও সংগঠনের সভাপতি এ্যাডভোকেট মোঃ শহীদুল ইসলাম টিটু এবং সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ জিয়াউল হক চৌধুরী বাবুর দিকনির্দেশনায় রাজধানীর বাহিরে পটুয়াখালী জেলা, বরগুনা জেলা, সিরাজগঞ্জ জেলা, চাঁদপুর জেলা, যশোর, টাঙ্গাইল জেলা, বগুড়া জেলা, কক্সবাজার জেলা, চট্টগ্রামের মহানগর , ময়মনসিংহ জেলা , যশোর জেলা,নরসিংদী জেলা, নারায়নগঞ্জ জেলা, কুড়িগ্রাম জেলা, কুস্টিয়া জেলা সহ বিভিন্ন ইউনিট আলোচনা সভা, মানব বন্ধন সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করেছে।