নিজস্ব প্রতিবেদকঃ
সদ্য প্রকাশিত এসএসসি-(২০২২) পরীক্ষার ফলাফলে চাঁদপুরে দৈনিক ইনকিলাব সাংবাদিক বি এম হান্নানের একমাত্র কন্যা সিদরাতুল মুনতাহা তাসফিহা গোল্ডেন এ প্লাস পেয়েছে। তাসফিহা চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
সিদরাতুল মুনতাহা তাসফিহা কাঙ্খিত ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। সেই সাথে বিদ্যালয়ের শ্রেনী শিক্ষকসহ সকল শিক্ষক মহোদয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাসফিহা পিএসসি এবং জেএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিলেন। ভবিষৎতে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর শিক্ষা গ্রহনে আগ্রহী তাসফিহা সকলের দোয়া প্রার্থী। তার মা ফাতেমা তুজ জোহরা গৃহীনি। বাবা বি এম হান্নান দৈনিক ইনকিলাবের চাঁদপুরস্থ স্টাফ রিপোর্টার ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি। ছোট ভাই তাজবীর চাঁদপুর ডেফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ৭ম শ্রেণীতে অধ্যয়নরত।