মোঃ সাজেদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি:
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী-শিশু নির্যাতন বন্ধ করি“ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক
অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি স্বাধীনতা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিটি উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার কামাল হোসেন , সদর উপজেলা চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর, পৌর মেয়র মতলুবর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহানসহ অন্যরা।
বক্তারা বলেন নারীর প্রতি যে নিষ্ঠুরতা ও অবিচার তারই বিরুদ্ধে ছিল রোকেয়ার আপোষহীন সংগ্রাম। সামাজিক এ উপায় থেকে রক্ষা পাওয়ার উপায় হিসেবে তিনি শিক্ষাকেই ভেবেছিলেন প্রধান মাধ্যম। পুরুষশাসিত সমাজে নারীর সমমর্যদা প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি প্রধান উপায় ভেবেছেন অর্থনৈতিক মুক্তি ও সাবলম্বন কে। “জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।