ওসমান গনিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মাদক বিরোধী টাস্কফোর্সে একজনকে চার মাস ও তিন জনকে তিন মাসের জেল দিয়েছে।
বুধবার সকাল ৯: ৩০ ঘটিকা হইতে ১২:৩০ ঘটিকায় পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল ইসলাম এর উপস্থিতিতে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে গজারিয়া থানাধীন ভবেরচর এলাকাস্থ অভিযুক্ত আসামী (১) মোঃ সোহেল সরকার (৩২) পিং বাবুল সরকার (২) মোঃ ওয়াজ করোনী সিকদার ( ৪২) পিং মৃত হাসান আলী সিকদার (৩ ) মিজান কসাই (৬০) পিং মৃত হাসান আলী সিকদার এবং (৪) মোঃ হাসান (৩৫) পিং মৃত আলী প্রধান,সর্ব সাং ভবেরচর থানাঃ গজারিয়া জেলাঃ মুন্সীগন্জ্ঞ এদের কে ত্র্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ আটক পূর্বক বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ১ম আসামীকে ০৪(চার) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অন্য আসামীদেরকে ০৩(তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ৷
এ সময় উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক মোঃসাইফুল ইসলাম।