কুড়িগ্রাম প্রতিনিধিঃ
খোলা সয়াবিন অবৈধভাবে বোতলজাত ৯০০ মিলি এবং ৪৫০ মিলি এর বোতলে বাজারজাত, সরকার নির্ধারিত মুল্যের চেয়েও বেশী মুল্য ধার্য্য এবংঅপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে বাজার তদারকি অভিযানে কুড়িগ্রাম সদর উপজেলার দুই ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা সদরের ভেলাকোপা ও আদর্শ পৌর বাজারে বাজার তদারকি অভিযানে দুই ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ভেলাকোপা এলাকায় ও অাদর্শ পৌর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় খোলা সয়াবিন তেল অবৈধভাবে বোতলজাত,
৯০০ মিলি এবং ৪৫০ মিলি এর বোতলে বাজারজাত, সরকার নির্ধারিত মুল্যের চেয়েও বেশী মুল্য ধার্য্যের অপরাধে ভেলাকোপা এলাকার এরশাদুল ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে অাদর্শ পৌর বাজারের সবুজ হোটেলকে ১ হাজার টাকাসহ দুই ব্যবসায়ীকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ২১ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। এসময় ভেলাকোপা এলাকার এরশাদুল ট্রেডার্সের শতাধিক খালি বোতল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ও সদর থানা পুলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’