সুমন আহমেদ :
একঝাক তরুন-কিশোর, যাদের সময় এখন উড়ে বেড়ানো।কিন্তু তারা এখন দুঃখী মানুষের দুয়ারে দুয়ারে। নিজেদের সামর্থ্য অনুযায়ী সবটুকু উজাড় করে সিলেট ও সুনামগঞ্জের পর এবার কুড়িগ্রামের বানভাসিদের পানে ছুটে গিয়েছে। মতলবের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন, সারা ফাউন্ডেশন। ২০১৬ইং প্রতিষ্ঠিত এই সংগঠনটি নেতৃত্বে দিয়ে আসছে একজন তরুণস্বেচ্ছাসেবী,সংগঠনটি প্রতিনিধিত্ব করছেন আমিরুল ইসলাম রাসেল,বলেন আমরা চেষ্টা করছি আমাদের জেলার পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা গুলোতেও কাজ করতে, সেই জন্য মতলব ও চাঁদপুরবাসী সহযোগিতা সহায়তা, পরামর্শ প্রয়োজন আমাদের। আমরা বয়সে তরুণ কিন্তু সমাজ বিনির্মানে কার্যকরী কাজ করতে চাই, বয়স্কদের পরামর্শ পেলে আশা করি করতে সহজ হবে আমাদের জন্য।
সারা ফাউন্ডেশন সিলেট ২ বার ত্রান সামগ্রী বিতরণ করা ও একবেলা আহার, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভালো খাবার, এই ঈদে অসহায় ২০০ পরিবার এর মত মাংস বিতরণ করেছে, প্রবাসী ও দেশের বিত্তবানদের সহযোগিতায় কুরবানীর আয়োজন করা হয়েছিল।
আমরা চাই আগামী তরুন প্রজন্ম আমাদের দেখে মানবিক কাজে এগিয়ে আসুক,এটাই চাওয়া আমাদের। সারা ফাউন্ডেশনের স্বপ্ন একটি ডিজিটাল এতিমখানা ও বয়স্কদের জন্য বিদ্যাশ্রম নির্মান করা। যদি সম্ভব হয়। আমাদের স্বপ্ন পূরণ সহয়তা সহযোগিতা করবেন।