মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া:
কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলার কল্যানপুর এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী উজ্জল র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্প কোম্পানী হাতে আটক হয়েছে।১১ ই আগষ্ট (বৃহস্পতিবার) সকাল ১০ টায় অভিযান পরিচালিত হয়।
আটকের সময় তার কাছে থেকে ১ হাজার ৪শত ৪৫ বোতল ফেন্সিডেল ও সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।র্যাবের এ অভিযানের নেতৃত্ব দেন র্যাব-১২ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়ান্ড্রন লিডার ইলিয়াস খান।
পরে মাদকদ্রব্য আইন একটি মামলা দায়ের করে দৌলতপুর থানায় হস্তান্তর করে।
ওসি বলেন, স্বীকারোক্তি জবানবন্দির ভিত্তিতে মাদক গডফাদারদের গ্রেফতার করতে হবে।